Bengali Quran | কুরআন পড়ুন

Chapter 86 (Sura 86)
1; শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
2; আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
3; সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
4; প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
5; অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
6; সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
7; এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
8; নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
9; যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
10; সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
11; শপথ চক্রশীল আকাশের
12; এবং বিদারনশীল পৃথিবীর
13; নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
14; এবং এটা উপহাস নয়।
15; তারা ভীষণ চক্রান্ত করে,
16; আর আমিও কৌশল করি।
17; অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

Pages ( 86 of 114 ): « Previous1 ... 8485 86 8788 ... 114Next »